Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মতলবে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৭:৩৮ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণইউনিয়নের পূর্ব ধলাইতলী গ্রামে করোনা উপসর্গ নিয়ে গতকাল ১৩জুন শনিবার সকালে মনু মিয়া (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছে। তাকে প্রশাসনের উপস্থিতিতে বিকাল ৩ টায় স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবক দলের সহায়তায় দাফন করা হয়।
জানা যায়, ওই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মনু কৃষি কাজ করতেন। গত রবিবার থেকে করোনা উপসর্গ সর্দি-জ্বর, কাশিসহ শ্বাসকষ্টে ভোগছিলেন। এলাকার ফার্মেসী থেকে জ্বরের ঔষধ খাওয়ানো হয়। কিন্তু শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়। পরে শনিবার সকালে সে মারা যায়।
জানাজা নামাজ ও দাফন- কাফনে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
মতলব শামছুল হক মডেল মাদরাসার দাফন - কাফন টিম ওই জানাজা ও দাফন কাজে সহায়তা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তাঁর পরিবারসহ বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ