বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ঈমান আলী (৫০) ও সাজিদ (৬)।
ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, শনিবার সকালে উপজেলার চৌদা উত্তরপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ঈমান আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে নাজমুল হোসেন, আব্দুল আজিজ ও নাজমা আক্তার নামে তিনজনকে আটক করে পুলিশ।
অপরদিকে দুপুরে উপজেলার পুটিজানা মধ্যপাড়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার চাপায় সাজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাসহ চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।