Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৪:৪৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম প্রশান্ত (২০ )। সে সোনারগাঁয়ের মরিচারটেক গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিকেলের দিকে একটি ট্রাক ও মোটরসাইকেলটি মহাসড়কে নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি ট্রাকটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় সেটি উল্টে গিয়ে মোটরসাইকেল চালক ও আরোহী ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হলেও আরোহীকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ