Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেরপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করলো গ্রামবাসী

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৩:৩৪ পিএম

শেরপুর সদর উপজেলার লছমনপুর ও চরপক্ষীমারী ইউনিয়নের সংযোগ রাস্তা সুতি গাঙ্গের মধ্য দিয়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করলেন দুই ইউনিয়নের জনসাধারন।
১২ জুন শুক্রবার লছমনপুর ইউনিয়নের টিকারচর ও চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামের প্রায় তিন শতাধিক যুবক, বৃদ্ধ বনিতার শতফুর্ত অংশগ্রহনের মাধ্যমে নির্মাণ কাজ হয়েছে।
এ রাস্তা নির্মানের মধ্য দিয়ে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যুগ যুগান্তরের সমস্যা সমাধানের পথ সুগম হয়।
মহতি এ উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন ৮নং লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মো: ইয়াদ আলী।
এ সময় অগ্রনী ভূমিকা পালন করেন মো: সামছুল হক মেম্বার, মো: বাবুল মিয়া, মো: আ: হক, মো: রমজান আলী, মো: ইসমাইল হোসেন, মো: এনামুল হক, মো: আবুল হোসেন, সুহেল রানা, রহুল আমিন, সরাফত কমান্ডার, জামান, কাকন, সোহেল, নিয়তালী, ইয়াকুব, খোরশেদ, জিয়াউল হক প্রমূখ।

রাস্তা নির্মাণে এলাকাবাসির এ মহতি উদ্েযাগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো:সেলিম আহম্মেদ, চরপক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আকবর আলী।

রাস্তা নির্মান কাজে তিন জন চেয়ারম্যান কে পাশে পেয়ে খুশি এলাকাবাসী। সে সাথে নতুন রাস্তায় দ্রুত সময়ের মধ্যে একটি ব্রীজ নির্মাণের দাবি করেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ