Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে চাঁদাবাজি বন্ধে পুলিশের বিশেষ অভিযান অবৈধ টোলঘর ভাঙচুর

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ২:৪৯ পিএম

ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশ গাবখান সেতুর টোলপ্লাজায় গাড়ি থামিয়ে অতিরিক্ত টোল আদায় কিংবা চাঁদাবাজির বিষয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করে।

এর আগে পুলিশ শহরের পশ্চিম ঝালকাঠি যুবউন্নয়নের সামনে অবৈধ একটি টোলঘর ভেঙে ফেলে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন যুবক মহাসড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ টোলঘরটি ভেঙে ফেলে।

এদিকে ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যহত রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন গাড়ির চালক ও যাত্রীরা। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মো. ছোয়াইব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সরকার নির্ধারিত টোল ছাড়া রাস্তায় একটি গাড়িও কোনো টাকা খরচ করবে না। আমাদের জেলায় কোনো ভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। মহাসড়কে যানবাহন চলবে নির্ভয়ে। কেউ চাঁদা চাইলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ