Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ জনের মৃত্যু

করোনা উপসর্গ কোয়ারেন্টিনে ৫৮ হাজার ৯৯৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনার উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে সারা দেশে ২৩ জনের মৃত্যু হয়েছে। তবে এদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নতুন করে ৪৩৬জনকে রাখা হয়েছে। মুক্ত হয়েছেন ১৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ১২ জন । এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন দুই হাজার ৮৮৮, ছাড় পেয়েছেন দুই হাজার ৩৪ জন । এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিন করা হয় তিন লাখ ১৫ হাজার ২৩২ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৮৫৩ জন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান নগরীর অক্সিজেন এলাকার বাসিন্দা আবদুর রব চৌধুরী (৬৫)। তার করোনা উপসর্গের সাথে ডায়াবেটিস ও হৃদরোগ ছিলো। এদিকে বৃহস্পতিবার রাতে ইউএসটিসিতে নেওয়ার পর মারা যান হাফেজ আহমদ (৬০) নামে নগরীর চান্দগাঁও এলাকার এক বাসিন্দা। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও কোথাও ভর্তির সুযোগ না পেয়ে অ্যা¤ু^লেন্সে তিনি মারা গেছেন বলে স্বজনদের অভিযোগ।
যশোর ব্যুরো জানায়, যশোরে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন সীমান্তবর্তী শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্র গ্রামের নওশের মোড়লের ছেলে ইয়াকুব আলী (৫৫)। গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। তিনি ঢাকায় আক্রান্ত হয়ে যশোরের বাড়িতে রাতে ফিরেই মারা যান। এই তথ্য যশোরের সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, বিষয়টি আমাদের নলেজে ছিল না। তার করোনা পজেটিভ হয় ঢাকায়। ঢাকা থেকে রাতে ফিরেই মারা গেছেন। শার্শা উপজেলা প্রশাসন হরিশচন্দ্র গ্রামে মৃতেরা বাড়িটি লকডাউন করেছে। এই নিয়ে যশোরে করোনায় যশোরে মৃত হলো দুইজনের। এর আগে অভয়নগরের এক বৃদ্ধ মারা যান। এদিকে, যশোরে আরো ১১জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেণ্টারে গতকাল যশোরের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১টি পজেটিভ রিপোর্ট হয়। এই নিয়ে জেলায় ১৮৩ জন করোনায় আক্রান্ত হলেন।
নোয়াখালী ব্যুরো জানায়, নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত ১১৭৪জন যার মধ্যে সুস্থ হয়েছেন ২৬০জন। মৃত বক্তি বেগমগঞ্জ উপজেলার তমাল দাস। মৃত্যুর তিনদিন পর আসা রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে। গতকাল দুপুরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা গেছে।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে করেনা সংক্রমন ক্রমশ আতঙ্ক সৃষ্টি করছে। স্বাস্থ্য বিভাগ থেকে দ্বিতীয় দিনের মত ‘বরিশাল সিটি করপোরেশন এলাকায় রোগীর সংখ্যা অত্যধিক এবং বরিশাল সিটি করপোরেশন এলাকা ঝুঁকিপূর্ণ’ বলে বার্তা দেয়া হয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য বিভাগের অপর এক বর্তায় বরিশাল সিটি করপোরেশন এলাকা লকডাউন করারও সুপারিশ করা হয়েছিল। ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৮৪ জন আক্রান্ত ও দুজনের মৃত্যুর কথা বলেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বরিশাল জেলায় অক্রান্তের সংখ্যাই ৫১। মৃত্যু হয়েছে একজনের। জেলায় আক্রান্ত ৫১ জনের মধ্যে মহানগরীতেই সংখ্যাটা প্রায় ৪০। অবশ্য মহানগরীতে যে একজনের মৃত্যুর কথা বলা হয়েছে, সেই ডা. আনোয়ার হেসেন গত সোমবার দুপুরে হেলিকপ্টারে ঢাকায় নেয়ার পরে মঙ্গলবার রাতে সেখানের একটি হাসপাতালে মারা যান।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বাধিক আক্রান্ত হয়েছে দ্বীপ জেলা ভোলাতে। সেখানে নতুন ১০ জন সংক্রমিত হবার মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬। মোট মৃত্যু হয়েছে দু জনের। এসময় পিরোজপুরে আরো ৫জন আক্রান্ত হবার মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জনে উন্নীত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। নতুন করে ৩ জন আক্রান্ত হবার মধ্যে দিয়ে ছোট জেলা বরগুনায় আক্রান্তের সংখ্যা ১শতে উন্নীত হয়েছে। মৃত্যু হয়েছে দুজনের। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জন আক্রান্ত হবার মধ্যে দিয়ে মোট সংখ্যাটি ৭৮-এ উন্নীত হয়েছে। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৩জনের। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জন সুস্থ হবার ফলে দক্ষিণাঞ্চলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩৫৬ জনে উন্নীত হলেও এ অঞ্চলে এখনো মৃত্যু হার জাতীয় পর্যায়ের কয়েকগুণ বেশি।
রাজশাহী ব্যুরো জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা রোগীদের জন্য স্থাপিত ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। মৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের চিত্তরঞ্জন মÐলের ছেলে চিরঞ্জিত মÐল (৫০) এবং রাজশাহীর বাগমারা উপজেলার মজিদপুর গ্রামের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪৫)। যাদের মধ্যে একজন মারা যান বৃহস্পতিবার রাত ৩টার দিকে। আরেকজনের মৃত্যু হয় গতকাল সকাল ৭টার দিকে। মারা যাওয়া দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন। অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে গত ৯ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফাতেমা বেগমকে। গতকাল সকাল ৭টার দিকে তিনি মারা যান। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
খুলনা ব্যুরো জানায়, খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে শারাফাত হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাত ১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, দু’দিন ধরে জ্বর, কাশি, শাসকষ্ট নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন শারাফাত। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক কিশোর মারা গেছে । কাহালু পালপাড়া এলাকার তার নাম নাঈম (১৪)। কাহালু উপজেলার পালপাড়ায় তার বাড়ি বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল। গতকাল সকালে তার মৃত্যু হয়।
স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে জানান, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত বারোটার সময় বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অংশই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বান্দরবান সদর উপজেলার এসিল্যান্ড এবং হিলভিউও হাসপাতালের একজন ডাক্তার ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ৭৮ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১২জন, রাজৈরে ৭জন ও শিবচরে ৪জন। আক্রান্তদের মধ্যে সদরের দুই জন করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার ও বুধবার মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৩ জনে। গতকাল এ তত্য জানান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে চিকিৎসক, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৬ জনে।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে চাঁদপুরে আইসোলেশনে ৩জনসহ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদরে ৪জন, হাজীগঞ্জে ৩জন, ফরিদগঞ্জে ১জন এবং মতলব উত্তরে ১ জন। বৃহস্পতিবার রাত ১১টা থেকে গতকাল বেলা ১২টা পর্যন্ত এই ৯জনের মৃত্যু হয়।
গতকাল সকালে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মুক্তিযোদ্ধাসহ ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার দিবাকর (৫০), চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার মুক্তিযোদ্ধা রুহুল আমিন ( ৬৭) ও শহরের গুয়াখোলার বাসিন্দা জয়দল (৬৩)। চাঁদপুর সদর হাসপাতাল সূত্র জানায়, সবাই করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭) বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ভর্তি হন। গতকাল সকাল সাড়ে ৮টায় মারা যান।
গুয়াখোলার জয়দল (৬৩) গত বৃহস্পতিবার রাত ১২টায় ভর্তি হন। গতকাল সকাল ৯ টায় মারা যান। ফরিদগঞ্জের দিবাকর (৭৩) গত ৮ জুন ভর্তি হন। গতকাল সকাল সাড়ে ১০টায় মারা যান। চাঁদপুর সদরে মৃতরা হলেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জয় দল, মোফাজ্জল হোসেন ও শহীদ কাজী। এরমধ্যে রুহুল আমিন ও জয়দল আইসোলেশন, বৃহস্পতিবার রাতে চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন পাটওয়ারী (৮০)করোনা উপসর্গ নিয়ে মারা যান। গতকাল সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ কাজী ঢাকার একটি হাসপাতালে গতকাল বেলা ১১টায় মারা যান। তিনি বার্ধক্যজনিত সমস্যাসহ করোনার উপসর্গ নিয়ে ঢাকা গ্রীণ লাইফ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টায় আলী দাখিল মাদরাসার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।
হাজীগঞ্জ উপজেলায় মৃত ৩জন হলেন আব্দুল মোমেন মো. আবুল বাশার এবং মরিয়ম বেগম। উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউড়া সর্দার বাড়ীর বাসিন্দা আব্দুল মোমেন (৫৮) বৃহস্পতিবার রাত ১১টায় আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে মারা যান। গতকাল সকাল ৮ টায় স্বাস্থ্যবিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজীগঞ্জে গত ৫ জুন গতকাল করোনা উপসর্গে মারা যাওয়া বিএনপি নেতা আবদুল আউয়ালের বাবা মো. আবুল বাসার (৭৫) গতকাল গতকাল সকাল সোয়া ৯টায় মারা গেছেন। ছেলে আবদুল আউয়ালের মৃত্যুর পর তার বাবার জ্বর, কাশি ও শ্বাস কষ্ট দেখা দেয়।
হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচো দক্ষিণ ইউনিয়নের মাড়ামুড়া গ্রামের মরিয়ম বেগম(৫৫) নামে এক গৃহিণী করোনা উপসর্গে গতকাল দুপুর ১২ টায় মারা যান তিনি ওই বাড়ির মৃত মোহাম্মদ উল্লাহ স্ত্রী। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মরহুমাকে দাফন করা হবে।
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের কাতারি কান্দি গ্রামে করোনা উপসর্গে মো. জামান নামে এক বালকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আমির হোসেনের ছেলে। গতকাল সকাল ৭টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ওই বালক বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতের নমুনা সংগ্রহ করেছে। চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, বৃহস্পতিবার পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে জেলায় মোট ৭১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মৃত্যুর পর পজিটিভ প্রতিবেদন আসে ২৯ জনের। এদিকে, করোনা সংক্রমনের পর চাঁদপুরে একদিনে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মারা গেছেন ৪জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলার ৮টি উপজেলার বাসিন্দা রয়েছেন।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে। এর মধ্যে ১ জন ওষুধ কোম্পানীর প্রতিনিধি রয়েছেন।
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত দুই মাসে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও ৯ জন পুরুষ। মৃত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১ জন, কুমারখালীতে ৩, ভেড়ামারায় ৩, দৌলতপুরে ২ ও মিরপুর উপজেলায় ২ জন রয়েছেন। এছাড়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর গতকাল পর্যন্ত জেলায় করোনা রোগী রয়েছেন ২০২ জন।
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে জানান, মাগুরায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫২ জনে।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জে নতুন করে আরো ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১হাজার ৪৬৮ জন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭ জন-এ। তবে সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুম সূত্র জানিয়েছে পরীক্ষাগার থেকে কেবলমাত্র এই সংখ্যাটি জানানো হয়েছে কারও নাম পরিচয় জানানো হয় নি। স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, করোনার মহামারি প্রভাব বিন্দু মাত্রও কমছে না নারায়ণগঞ্জে। প্রতিদিনই অসুস্থদের নমুনা সংগ্রহ করা হচ্ছে, আর আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা শনাক্ত করার প্রয়োজন থাকলেও অনেকেই নানা জটিলতায় আগ্রহ হারাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত সরকারি হিসেবে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আড়াইহাজারে ১জন স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হয়। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের ও সুস্থ হয়েছে ১৬ জন। গতকাল (১২ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮৬ জনের। যা জেলায় ২টি ল্যাবে পরীক্ষা হয়। এ যাবৎ মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ২’শ ৭ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ জন। মোট আক্রান্ত ৩৯০৮ জন। নতুন আরও ১৬ জনসহ, মোট সুস্থ হয়েছে ১৩২৮জন। মারা গেছেন ১ জন (আড়াইহাজার উপজেলা হাসপাতালের সিনিয়র নার্স) মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রান হারিয়েছেন, আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি কর্পোরেশন এলাকায় ৫৪, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলা (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর) ২০ ও সোনারগাঁ উপজেলায় ১২ জন। পুরো জেলায় এ পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে।#
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালমা বেগম (৩৫) নামের এক নারীর মারা গেছেন। মৃত সালমা বেগম জেলার বাউফলের কালাইয়া ইউনিয়নের আক্তার হোসেনের স্ত্রী। সালমা বেগম করোনার উপসর্গ নিয়ে গত ৯ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ শনাক্ত হয়। আইসোলেশেনে চিকিৎসাধিন অবস্থায় আজ গতকাল সকাল পৌনে ৮টায় তিনি মারা যান।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল (১২ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, করোনা পজিটিভরা হলেন,সদর উপজেলার মথেরেশপুর গ্রামের এস কে ফরিদ। তিনি পুলিশের সাব ইন্সপেক্টর। বর্তমানে সাতক্ষীরা যুব উন্নয়নে কোরায়ান্টিনে রয়েছেন।
শেরপুর জেলা জানান, ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে শেরপুরের ১৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শেরপুরে আরো নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় দুইজন, মধুপুরে দুইজন ও ধনবাড়ীতে একজন রয়েছে। এ নিয়ে জেলায় ডাক্তার, পুলিশসহ সর্বমোট ২৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা : পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য স¤প্রতি পুলিশ সুপার ঢাকায় নমুনা দেন। গতকাল তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পুলিশ সুপার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুই এসআইসহ আরও ১১ পুলিশের করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উপসর্গ নিয়ে নিহত ব্যক্তিরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার আজাহার উদ্দিন (৪৫), শহরের দক্ষিণ রাঘবপুরের জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন (৬৫)। সিভিল সার্জন অফিস সুত্র জানায়, নিহত ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, নাসিরনগরে নতুন করে আরো থানা পুলিশের এএসআই ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্টাফ করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এ নিয়ে নাসিরনগরে নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন সুরুজ (৬৮) এর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় তার নামাজে জানাযা শেষে পৌর সদরের মুক্তযোদ্ধা কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা ১০৯ জনে দাঁড়িয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আবদুর রশিদ মিয়ার (৭২) মৃত্যু হয়েছে। গতকাল রাত সারে এগারোটার দিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সকালে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার। এদিকে এদুজন করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুন সংগ্রহ করা হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে একদিনে সর্বোচ্চ নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৯জনে। নতুন এই ৩৬ জনের তালিকায় রয়েছে বসুন্ধরা আদ-দীন মেডিকেল কলেজ হাসাপাতালের ছয়জন স্টাফ, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চারজন নারী স্বাস্থকর্মী, কেরানীগঞ্জ সার্কেল অফিসের একজন পুলিশ সদস্য,জিনজিরা ইউনিয়নে ঢাকা জেলা তথ্য, বিজ্ঞান ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল বাসলাম মামুন(ম,ই মামুন)সহ দুইজন, কলাতিয়া ইউনিয়নে দুইজন, শাক্তা ইউনিয়নে তিনজন, তেঘরিয়া ইউনিয়নে সাতজন ও কোন্ডা ইউনিয়নে পাঁচজন রয়েছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে একই পরিবারের ৩ জনসহ নতুন ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ জন।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে শাহ আলম(৩০)নামের এক ব্যবসায়ীর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইলে ২৪ ঘণ্টায় করোনার নতুন করে ১ জন আক্রান্ত হয়েছে। এতে করে করোনায় এ পর্যন্ত উপজেলার মোট ১৭ জন আক্রান্ত হলো। তন্মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ জন এবং হোম আইসোলোশনে আছে ১১ জন।
দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মো. তরিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তরিকুল ইসলাম উপজেলার সুতারপাড়া গ্রামের মরহুম সিরাজুল ইসলাম ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল বিগত ১০-১২ দিন ধরে সর্দি, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তার পরিবারের পক্ষ থেকে ১১ জুন ঢাকা একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে অরুন কুমার ওরফে অনিক (৫০) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে করোনা উপসর্গ নিয়ে পাখি মন্ডল নামে এক নারীর মৃত্যু হয়েছে। করোনায় উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকাবাসী তার সৎকারে এগিয়ে আসেনি। বিষয়টি স্থানীয় কাউন্সিলর আরিফুল ইসলাম ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহাকে অবহিত করেন। পরে দীপক চন্দ্র সাহার নেতৃত্বে পৌরসভার কায়েতপাড়া মহল্লার নিজবাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় শ্মশানে সৎকার করেন।
নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে করোনা উপসর্গ নিয়ে নাজমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ