পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ফ্রন্ট লাইনের আরো দুই যোদ্ধা। এরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ও শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টরস ফাউন্ডেশন জানায়, এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ জন চিকিৎসক মারা গেছেন।
ডা. জহিরুল হাসান : গত বৃহস্পতিবার রাত দেড়টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিএসএমএমইউর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও ডা. জহিরুলের সহকর্মী সোহেলী আলম বলেন, ডা. জহিরুল করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। এক সপ্তাহের বেশি সময় আগে তার করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়ে। এরপর তিনি আইসোলেশনে চলে যান।
বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাস ধরা পড়ার পর ডা. জহিরুলের অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে আইসিইউতে নেয়া হয়।
ডা. মাহমুদ মনোয়ার : শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার নিজের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, মাহমুদ মনোয়ার খুবই সম্ভাবনাময় চিকিৎসক ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৯ জন চিকৎসক মারা গেলেন। তিনি আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে এখন পর্যন্ত এক হাজার ১৫৩ চিকিৎসক আক্রান্ত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।