Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় পুকুরের পানিতে পড়ে দুই খালাতো বোনের মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৮:৪৯ পিএম

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে।
মৃতরা হচ্ছে দাপুনিয়া গ্রামের জামরুল মিয়া কন্যা মাইসা আক্তার (৭), দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের কন্যা রাইসা আক্তার (৭)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দাপুনিয়া গ্রামের জামরুল মিয়ার কন্যা মাইসা আক্তার বৃহস্পতিবার তার মায়ের সাথে খালার বাড়ী দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে মাইশা তার খালাতো বোন রাইসাকে নিয়ে বাড়ীতে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতা বশত এক বোন পুকুরের পানিতে পড়ে গেলে অপর খালতো বোন তাকে বাঁচাতে গিয়ে সেও পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ