Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তাবিত বাজেট জাতির জন্য চরম হতাশাজনক : ইসলামী ঐক্যজোট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৮:০১ পিএম

প্রস্তাবিত জাতীয় বাজেট গতানুগতিক বরাদ্দ টাকার পরিমাণ ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকা ঘোষণা করে আয়ের উৎস জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা নিয়ে চিন্তা করা হয়নি বাজেটে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ জাতির আর্থিক চরম সংকটের বিষয় বিবেচনায় না নিয়ে দুর্বোধ্য একটি বাস্তববিবর্জিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের প্রবৃদ্ধির হার ধরা হয়েছে যাহা অর্থনৈতিকভাবে হতাশা, ক্ষতিগ্রস্থ, জাতি বাজেটে তাদের ভবিষ্যত অন্ধকার দেখছে। এই বাজেটের প্রতিক্রিয়ায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব বর্তমান বাজেট জাতির জন্য চরম হতাশাজনক বলে মন্তব্য করে এক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশে নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামি ঐক্যজোট চেয়ারম্যান প্রবীন আইনজীবি এম এ রকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ