বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে করোনাভাইরাসে আক্রান্তে মারা য্ওায়া লাশ দাফন কিংবা সৎকারের ব্যবস্থায় নিজ দায়িত্বে এগিয়ে এসেছেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। এ লক্ষ্যে একটি টিমও গঠন করেছেন সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের এই কাউন্সিলর। ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার মোরশেদকে দেখে উজ্জীবিত হয়েছেন বল্ওে তিনি জানান।’ ইতিমধ্যে করোনায় মারা যাওয়া বেশ কিছু মানুষের লাশ দাফন ও সৎকার করেছেন তিনি।’ বিএনপি নেতা শামীম জানান, সিসিকের ৬নং ওয়ার্ডে করোনায় কেউ মারা গেলে দাফন কিংবা সৎকার কাজের জন্য তিনি সহ ২০ জনের একটি দল গঠন করা হয়েছে। এ দলে আছেন জ্ঞানেন্দ্র ধর রুমু, এডভোকেট কামাল আহমেদ, খন্দকার ফায়েকুজ্জামান, সোহরাব আহমদ পাপলু, রনি পল, সদরুল ইসলাম লোকমান, সাকিব, পাপ্পু, রিপন, আমান, শাহীন প্রমুখ। লাশ দাফন কিংবা সৎকারের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। তিনি জানান, ৬নং ওয়ার্ডে বর্তমানে ১৫ জন করোনা রোগী রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।