Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে এক দিনের ব্যবধানে সড়ক দূর্ঘটনায় নিহত ২ জন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৭:৩০ পিএম

নাচোলে এক দিনের ব্যবধানে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহত দু’জনের একজন হলেন ভোলাহাট উপজেলার আদাতলা ইউনিয়নের মুশরিভুজা গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি ভোলাহাট ইউএনও অফিসের অফিসসহকারি-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জসিমুদ্দিন ওরফে ফারুক (৩০)। ১২ জুন শুক্রবার বিকেলে সে তার বন্ধু সরিফুল ইসলামের মটর সাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর ইউনিয়নের ঝিলিম ইউনিয়নের মনামিনা নার্সারিতে মালঠার চারা সংগ্রহে যাওয়ার পথে নাচোল বাসস্ট্যান্ডে পৌঁছুলে একই অভিমুখী অপর একটি দ্রুতগামী মটর সাইকেল পেছন থেকে ধাক্কা দিলে জসিমুদ্দিন মটরসাকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় সাপাহার থেকে ঢাকাগামী ঢাকা মেট্টো-ট-১৬৭৮৩০ নং মালবোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে জসিমুদ্দিনের বন্ধু মটরসাইকেল চালক সরিফুল ইসলাম সুস্থ রয়েছে। এ ঘটনায় নাচোল থানা পুলিশ ধাওয়া করে নাচোল-আমনুরা সড়কের লক্ষ্মীপুর এলাকা থেকে ট্রাকটিকে আটক করেছে। এর আগেরদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নাচোল বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে সফিরণ (৬০) নামে এক নারী রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাস চাপায় আহত হয় এবং রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই নারী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রারে মৃত ইয়ারবক্সের পত্নী (স্ত্রী)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ