Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেহারা বদলে ফেললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৫:২২ পিএম

টালিগঞ্জের অন্যতম সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইদানিং ঢাকার সিনেমাতেও দেখা যাচ্ছে তাকে। তিনি ভালো অভিনয় করেন সেব্যাপারে তো কোনও সন্দেহ নেই। তবে অভিনয়ের পাশাপাশি নানা কারণেই আলোচনার শীর্ষে থাকতে পছন্দ করেন এই বাঙালি কন্যা।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ট্রেন্ড চলছে। সেটি হলো বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে নিজের চেহারা বদলে ফেলা কিংবা অন্যরকম করা। এসব কান্ড ঘটিয়ে অনেকেই বেশ আনন্দিত হন।

এবার সেই অ্যাপের সাহায্য নিয়ে বেশ মজার ছলেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করলেন শ্রাবন্তী। ছবিতে দেখা যাচ্ছে, তার চেহারা পালটে গিয়ে পুরুষের মতো হয়ে গিয়েছে। ক্যাপশনে ঠাট্টার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

এমন ছবি প্রকাশ্যে আসতে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর ওই ছবিতে ঐন্দ্রিলা লিখেছেন, সুন্দরী তোমার পাশে কে বসে আছে? এর উত্তরে নায়িকা বলেন, তোমারও একটা ছবি দাও ট্রাই করে দেখি। তারকাদের পাশাপাশি ভক্তরাও নানা মন্তব্য করেন ওই ছবিতে।



 

Show all comments
  • Tapan Kumar Roy chowdhury ১২ জুন, ২০২০, ১১:৪১ পিএম says : 0
    Look so beautiful. Smile is sweet.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ