Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় শিশু শ্রেনীর ছাত্রী ধর্ষনের অভিযোগে চাচা গ্রেফতার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৫:১০ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামে চাচা কর্তৃক বাতিজীকে শিশু শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে চাচাকে ১১ জুন রাতে ব্রাহ্মনপাড়া থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। জানাগেছে ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রীকে ১ জুন বিকালে ধর্ষন করে। পরে ধর্ষনের শিকার শিশুটিকে বিগত ৭ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করে ১০ জুন চিকিৎসা শেষে ধর্ষনের শিকার শিশুটিকে বাড়ীতে নিয়ে আসে। একই দিন মহালক্ষীপাড়া গ্রামের ইউনুছ মোল্লার স্ত্রী রুজিনা বেগম বাদী হয়ে মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে মোঃ মহসিন মোল্লা (৪৫) কে এজাহারনামীয় আসামী করে মামলা করে। ব্রাহ্মণপাড়া থানার মামলা করে যাহার মামলা নাম্বার ১০ তারিখ ১১/০৬/২০২০ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন (২০০০/সং০৩) এর ৯(১)। ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ ঘটনার সততা স্বীকার করে জানান ধর্ষন মামলার আসামী মোঃ মহসিন মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং ভিকটিমকে মেডিকেলের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মেডিকেল পর বিজ্ঞ আদালতে ভিকটিমের ২২ ধারার জন্য প্রেরন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ