Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটের করোনা হাসপাতাল শামসুদ্দীনে ১জনের মৃত্যু : সংকটাপন্ন ১৩

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৩:৩২ পিএম

সিলেটে করোনা আক্রান্ত আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। রেড জোন সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন তারা। আর করোনা উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি থাকা একজনের হয়েছে মৃত্যু। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইনে। শুক্রবার ভোরে মৃত্যু হয় তার। হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৪১ জন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২জনকে রাখা হয়েছে হাসপাতালের আইসিইউতে ও একজনকে এইচডিইউতে। সংকটাপন্ন এদের ১৩ জনই। এছাড়া হাসপাতালে করোনা সন্দেহে ২৩ জন ভর্তি আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মময় দত্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ