Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ জামায়াত ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩৪

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার পুলিশ যুবলীগ নেতাসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকূপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজার গিফারী গাফ্ফার, রেজাউল করিম ও আইয়ুব হোসনসহ ৩৪ জন। শৈলকূপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই অজয় কুণ্ডু জানান, ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও শৈলকূপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজর গিফারী গাফ্ফারকে তার নিজ বাড়ি থেকে সকালে গ্রেফতার করা হয়। তিন উপজেলার বড়দা গ্রামের দিয়ানত মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে এস,টি,সি ৯৫/১৬ ও শৈল,জি,আর ৪১/১৫ নং মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর ও বিকালে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে রেজাউল করিম রেজা ও শেখপাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আয়ুব আলীকে গ্রেফতার করা হয়। এ দুজনার বিরুদ্ধে শৈল জি,আর ৬৫/১৫ ও ১৯১/১২ এবং শৈল জি,আর ৯/১৬ মামলার ওয়ারেন্ট ছিল। শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৩১ জনকে গ্রেফতার করে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটচাঁদপুরের জামায়াত নেতা আব্দুল কাইয়ুম ও কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে গোলাম খাঁ’র ছেলে হাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ