Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালোটাকার বিনিয়োগে শর্ত দিতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত বাজেটে কলোটাকা সাদা করতে করার সুযোগ দেয়া হয়েছে। ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা বিনিয়োগ করতে দিলে টাকাগুলো অর্থনীতির মূল ধারা নিয়ে আসা যাবে। কিন্তু অপ্রদর্শিত টাকা ব্যবহারে কিছু নিয়ম বেঁধে দেয়া উচিত। গতকাল ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কালোটাকার মালিকদের সময় বেঁধে দিয়ে বলতে হবে টাকা দ্রæত দেশে বিনিয়োগ করুন। পহেলা জুলাই মাসের এক তারিখ থেকে কোথাও কালো টাকা পাওয়া গেলে বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বিদেশে যাতে টাকা পাচারের সুযোগ সৃষ্টি না হয় সে জন্য সীমান্তগুলো বন্ধ করে দিতে হবে।

ঘাটতি বাজেট সমস্যা নয় মন্তব্য করে ড. ফরাসউদ্দিন আহমদ বলেন, বড় বড় দেশেও ঘাটতির বাজেট দেয়া হয়। সবকিছু যদি ঠিকমতো পারিচালিত হয় তাহলে রাজস্ব আদায় কঠিন হবে না। তবে প্রবৃদ্ধি নিয়ে আইএম এফ একুট বাড়িয়ে বলেছে। ব্যাংকিং খাত থেকে সরকারের অধিক টাকা নেয়া প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন, ব্যাংক থেকে সরকারের টাকা নেয়াকে আমি এতো বড় সঙ্কট মনে করছি না। বাস্তবতা হলো আমাদের দেশে ব্যক্তিখাতকে বিনিয়োগ উৎসাহী করার পরিবেশ নেই। সেটা সৃষ্টির চেষ্টাও হয় না। এমন হওয়া দরকার ব্যাংকে যাদের টাকা রয়েছে তারা বিনিয়োগ করবেন দেশে। বিদেশে নিতে পারবেন না। সরকার সহায়তা করবে। আবার যারা বিদেশে যারা টাকা নিয়ে গেছেন সেগুলো ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, বাজেটে অনেক কথা বলা হয়েছে। তবে আমি বিগত অর্থবছরের বাজেটের সুবাস্তবায়ন দেখিনি।



 

Show all comments
  • Instant decline!!!! ১২ জুন, ২০২০, ১২:৪৯ এএম says : 0
    Instant decline black money! Bangladesh is going to be end for some reason, black money is one of them.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ