Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পুলিশের পিকআপ উল্টে ৩ পুলিশ আহত

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার একটি পিকআপ ভ্যান উল্টে সহকারী উপ পরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে টহলে বের হওয়ার পর আলিফ-লাম-মীম ভাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মহানগরীর শাহ মখদুম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজবির হোসেন, পুলিশ কনস্টেবল নরেন্দ্র সিংকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও চালক রেজাউল ইসলামকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রৌফ জানান, সকালে টহলরত পুলিশের পিকআপ ভ্যানটি আলিফ-লাম-মীম ভাটা সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এএসআই তাজবিরের মাথা ও বুকে এবং কনস্টেবল নরেন্দ্র সিংয়ের চোখে গুরুতর আঘাত লাগে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ