বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন। দণ্ডিতের নাম মো. ছোরহাব হোসেন, তার বাড়ি গোপালপুর উপজেলার মাদারজানী পুর্বপাড়া গ্রামে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর ৩জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। খালাস প্রাপ্তরা হলেন, সাইফুল ইসলাম, চান মিয়া ও সালমা বেগম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে গত ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে গোপালপুর উপজেলার মাদারজানী পুর্বপাড়া গ্রামের ছোরহাব হোসেন তার স্ত্রী চম্পা বেগমকে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় নিহত চম্পা বেগমের ভাই বাদী হয়ে ৪ জনকে আসামী করে পরের দিন গোপালপুর থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আখতার। আসামী পক্ষে ছিলেন, শামীমুল আখতার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।