বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরে নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সানোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী বাজার থেকে তাকে গ্রেফতার করেন গাংনী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। সানোয়ার হোসেন মহিলা কলেজপাড়া এলাকার নুর মহাম্মদের ছেলে।
গাংনী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা পেয়ে বেশ কয়েকদিন থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।
বছর চারেক আগে তেরাইল গ্রামের এক নারী সানোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মেহেরপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সম্প্রতি সানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় সানোয়ার উপস্থিত ছিলেন না। তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।