Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৯:২০ পিএম

২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় এবং দেশের ৪৯তম বাজেট। এবারের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে। ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৬৯৩ কোটি টাকা। গত অর্থবছরে যা ছিল ১৮ হাজার ৬৫ কোটি টাকা।

মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ঢাকা ও জেদ্দার হজ অফিস, ওয়াকফ প্রশাসনসহ সংশ্লিষ্ট খাতের পরিচালনা ও উন্নয়নে এই বরাদ্দ ব্যয় করা হবে।

এছাড়া হজ ব্যবস্থাপনার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংস্থার অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থ ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নও এ বাজেট বরাদ্দের অন্যতম লক্ষ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ