Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরাদ্দ বেড়েছে কৃষি খাতে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৬:০০ পিএম

করোনা মহামারিকালে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে কৃষি। তাই কৃষি অর্থনীতি জোরদারের লক্ষ্যে সরকার এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়িয়েছে। গেল অর্থ বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ্দ ছিল ১২,৯৫৭ কোটি টাকা। চলতি অর্থ বছরে অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের উত্থাপিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৫,৪৪২ কোটি টাকা। যা টোটাল বাজেটের ৫.৩ শতাংশ।

খাদ্য নিরাপত্তা, আয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে সরকার এখাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যাতে গ্রামিণ মানুষের জীবন যাত্রার মান বাড়ে। জাতিসংঘ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, বিশ্বে করোনাভাইরাসের প্রভাবে বড় আকারের দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং এতে প্রায় তিন কোটি মানুষ অনাহারে প্রাণ হারাতে পারে। তাই করোনা পরবর্তী দুর্যোগ মোকাবেলায় কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। কৃষি খাতে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে শতকরা ৫০ ভাগ ভর্তুকি, কৃষিপণ্য রপ্তানিতে শতকরা ২০ ভাগ নগদ প্রণোদনা, কৃষি সেচে বিদ্যুৎ ব্যবহারের উপর শতকরা ২০ ভাগ রেয়াত, এবং কৃষকদের সর্বনি¤œ সুদে ঋণ প্রদান করা হবে। কৃষি যন্ত্রপাতি কেনার জন্য প্রণোদনা দেয়া হবে তিন হাজার কোটি টাকা। এতে এবার কৃষি যন্ত্রপাতির দাম কমবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ