বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : কোন ধরণের ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে বন্ধ হয়ে গেছে ঢাকাসহ বেশ কয়েকটি রুটের বাস চলাচল।
নাটোর বাস মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে আজ মঙ্গলবার সকাল ৬টার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েতে বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
তিনি জানান, নাটোর দিয়ে বাস চলাচলে বাধা দেয়ায় তারা বাধ্য হয়ে নাটোর অতিক্রমকারী বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন। কোন ধরণের ঘোষণা ছাড়াই এটি হয়েছে। তবে অন্যান্য রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে নাটোর ও রাজশাহী বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুইদিন বন্ধ থাকার পর রাজশাহী-নাটোর রুটে চলাচল শুরু হয় গত ৩০ জুন। দু’পক্ষের সমঝোতা হবার পর দু’পক্ষই বাস চালুর ব্যাপারে সম্মত হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওই বৈঠক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।