পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আসন্ন বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। বর্তমান করোনার কারণে আলোচিত এ বাজেটে স্বাস্থ্য খাতে মোট বাজেটের ৭ দশমিক ২ শতাংশ অর্থাৎ ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
সংক্ষেপে বাজেট ২০২০-২১
> বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
> আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা।
> ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
> করমুক্ত আয়সীমা বেড়ে পুরুষ ৩ লাখ এবং নারী ও ৬৫ বছরের বেশি নাগরিকদের সাড়ে ৩ লাখ টাকা।
> অনলাইনে প্রথমবার করদাতাদের ২ হাজার টাকা মওকুফ।
> স্বাস্থ্য খাতে বাজেটের ৭ দশমিক ২ শতাংশ (৪১ হাজার ২৭ কোটি টাকা) বরাদ্দের প্রস্তাব।
> ১০০ কোটি টাকার সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব।
> দাম কমছে: আমদানি করা স্বর্ণ, জুতা তৈরির কাপড়, আইসিইউ, কৃষি যন্ত্রপাতি, ক¤েপ্রসারের কাঁচামাল, সয়াবিন তেল, ডিটারজেন্ট ও কৃষি যন্ত্রপাতি।
> দাম বাড়ছে: তামাক পণ্য, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, আমদানি করা মধু, আমদানি করা পোল্ট্রি শিল্পের উপকরণ, প্রিন্টারের কালি, আঠা তৈরির উপকরণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।