Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ব্যাংক কর্মকর্তার বাসাটি লাল নিশান টানিয়ে লকডাউন

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৮:৩১ পিএম

করোনায় আক্রান্ত হওয়া অগ্রণী ব্যাংক চাঁদপুর পুরানবাজার শাখার কর্মকর্তার মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী ( বরদিয়া) গ্রামের আলহাজ্ব কাজী সুলতান আহমদ এর ভাড়াটিয়ার বাসা লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নির্দেশে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম গিয়ে লাল পতাকা এবং সাইনবোর্ড ঝুলিয়ে ওই বাড়ীটি লকডাউন করে দেয়া হয়। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল,থানার এএসআই হেলাল উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায গত ৯জুন মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্তে জানা গেছে, অগ্রণী ব্যাংক চাঁদপুর পুরান বাজার শাখার কর্মকর্তা এ জি এম সালেহ আহমেদ(৩৩) এর করোনা পজিটিভ আসে। ব্যাংক কর্মকর্তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। বর্তমানে মতলব পৌরসভার মোবারকদী কাজী সুলতান আহমদ এর বাড়ীতে ভাড়া থাকেন। তিনি অগ্রণী ব্যাংক চাঁদপুর পুরাণ বাজারে শাখায় অফিসার( ক্যাশ) হিসেবে কর্মরত আছেন এবংতার স্ত্রী বরদিয়া কাজী সুলতান আহমদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ