Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বুলবুল’ নিয়ে হাজির আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৮:১৮ পিএম

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গেল মাসে অ্যামাজন প্রাইমে ওয়েব সিরিজ 'পাতাল লোক' প্রযোজনার মধ্য দিয়ে নতুন পরিচয়ে হাজির হন এই অভিনেত্রী। সিরিজটি মুক্তির পর থেকে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি নেটিজেনদের একাংশ এর সমালোচনা করতেও ভোলেননি। এসব খবর সবারই জানা।

তবে চমকপ্রদ তথ্য হলো- 'পাতাল লোক'-এর সফলতার পরে বুধবার (১০ জুন) তার পরবর্তী প্রযোজনার ফার্স্ট লুক প্রকাশ করলেন অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। তবে এটি অ্যামাজন প্রাইমে নয়, নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে। এর নাম 'বুলবুল'।

'বুলবুল' এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে বলিউড অভিনেত্রী ভূমি পেডেনকার লিখেছেন, আর অপেক্ষা করতে পারছি না! পাশাপাশি নেটিজেনরা আনুশকার দুঃসাহসের প্রশংসায় পঞ্চমুখ।

আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন সেট ফিল্মসের ব্যানারে নির্মিত 'বুলবুল'-এ অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তৃপ্তি দিমরি ও রাহুল বোস। চলচ্চিত্রটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ জুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ