বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে বন্য প্রাণী হনুমান বিচরণ করছে। বুধবার সকালে উপজেলার মিরুখালী বাজারে হনুমানটি উপস্থিত হলে দেখার জন্য স্থানীয় উৎসুখ মানুষের ভীড় জমে যায়।
জানাযায়, যশোর-কুষ্টিয়া এলাকার বনে-বাদারে হনুমান দেখা যায়। খাবারের সন্ধানে হনুমান বন ছেড়ে লেকালয়ে আসে। ধারনা করা হচ্ছে লোকালয়ে আসা হনুমান যশোর-কুষ্টিয়া থেকে আসা ফলের ট্রাকে খাদ্যের সন্ধানে উঠে মঠবাড়িয়া চলে এসছে। গত কয়েক দিন ধরে মঠবাড়িয়ার বিভিন্ন এলাকার গাছে, ঘরের চালে ও বাড়ির ছাদে বিচরণ করতে দেখা গেছে। এ সময় উৎসুক মানুষ ভীড় করে কলা, আম, কাঠাল, বিস্কিটসহ বিভিন্ন খাবার খেতে দেয়। উৎসুখ মানুষের উত্যক্তের কারনে বন্য প্রাণীটির জীবন বিপন্ন হওয়ার আশংকা রয়েছে।
খায়ের ঘটিচড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ রহমান জানান, ২ দিন যাবত ২ টি হনুমান তাদের বাড়িতে ছিল। সাংবাদিক জহুরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ২ দিন আগে হনুমান টিকিকাটা ইউনিয়নের তেঁতুলতলা বাজারে ছিল।
এ ব্যাপারে উপজেলা ফরেষ্ট অফিসার ফকর উদ্দিনের সাথে যোগযোগ করলে তিনি জানান, বন্য প্রাণী উদ্ধার করার মত পর্যাপ্ত লোকবল তার নাই। স্থানীয়দের সহায়তা নিয়ে হনুমানটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, হনুমানটি উদ্ধারে বন বিভাগকে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।