Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পরিযায়ী শ্রমিকদের জন্য ৩টি বিমানের ব্যবস্থা করলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৪:৩০ পিএম

বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। অভিনয়ের জন্য সারাবিশ্বেই রয়েছে তার অসংখ্য ভক্ত। ক্যারিয়ারের পাশাপাশি তিনি যে মানবপ্রেমী সেটি আরও একবার প্রমান করলেন তিনি। ক'দিন আগেই উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ১০টি বাস উপহার দিয়েছিলেন অভিনেতা। এবার আরও একধাপ এগিয়ে বিপাকে পড়া শ্রমিকদের জন্য ৩টি বিমানের ব্যবস্থা করলেন বিগ বি।

জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য আরও একবার সাহায্য নিয়ে এগিয়ে এলেন সুপারস্টার অমিতাভ। এবার ৫০০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে ইন্ডিগো এয়ারলাইনসের ৩টি বিমানের বন্দোবস্ত করলেন তিনি। বুধবার (১০ জুন) ১৮০ জনকে বিমানে পাঠানো হয়েছে। বাকিদেরও পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ কাজটি সবার অগোচরেই করা হয়েছে। কেননা অমিতাভ বচ্চন চান না এটা নিয়ে কোনওপ্রচার হোক। পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি দেখে তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আর সেকারণেই গত মাস থেকে সাহায্য করে আসছেন অভিনেতা।

সংস্থা আরও জানিয়েছে, অমিতাভ বচ্চন বিষয়টি নিজেই তদারকি করছেন। যেন কাজের মধ্যে কোনো ঘাটতি দেখা না দেয়। এমনকি, বারাণসীর পর পশ্চিমবঙ্গ, বিহার ও তামিল নাড়ুসহ অন্যান্য রাজ্যগুলোতে শ্রমিকদের পাঠানোর চিন্তাভাবনা করছেন তিনি।

প্রসঙ্গত, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি। ইতোমধ্যে ১০ হাজার পরিবারের মাঝে রেশনও বিলি করেছে বিগ বির সংস্থা অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ