Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৭:৩০ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ক্লিনিকের এক নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে ক্লিনিকের চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর একটার দিকে ওই চিকিৎসককে উপজেলার পাবলিক মাঠ সংলগ্ন জাহাঙ্গির টাওয়ারের তয় তলা থেকে গ্রেফতার করা হয়। চিকিৎসকের নাম ডা. মো. শাহ আলম (৬৫)। তিনি এক সময় বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাউফল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের এনেসথেসিয়ার চিকিৎসক ও ওই ক্লিনিকের পরিচালক মন্ডলীর একজন সদস্য। তার বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত বাউফল হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে কর্মরত ফিজিসিয়ান নারী কর্মীকে প্রায়ই উত্ত্যক্ত করতো চিকিৎসক ডা. মো. শাহ আলম। এ নিয়ে যখনই ওই নারী প্রতিবাদ করতেন তখনই তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হতো। গত ৭জুন চিকিৎসক শাহ আলম ওই নারীকে ক্লিনিকের একটি কক্ষে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে শরীর ম্যাসেজ করায়। এ বিষয়ে ওই নারী ক্ষুদ্ধ হয়ে ক্লিনিকের অন্য পরিচালকের কাছে ঘটনাটি অবহিত করলেও কোন প্রতিকার পাননি। অথচ এই হয়রানীর বিষয়টি যাতে ওই নারী কোথাও প্রকাশ না করে এর জন্য উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন এম জাহাঙ্গীর হোসেন তাকে হুমকি দেন। এক পর্যায়ে অতিষ্ট হয়ে ওই নারী কর্মী সোমবার রাতে ডা. শাহ আলম ও বাউফল হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে পরিচালক মো. জলিল ও হুমকিদাতা এন এম জাহাঙ্গির হোসেনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ওই রাতেই পটুয়াখালী সার্কেলের (বাউফল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নেতৃত্বে ডা. শাহ আলমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু তিনি ঘরের দরজা না খোলায় গ্রেফতা করা সম্ভব হয়নি। এরপর সারারাত পুলিশ তার বাসা ঘেরাও করে রাখে। পরের দিন মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতা করা হয়। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই চিকিৎককে গ্রেফতার করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ