Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৭:১৫ পিএম

র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে ১৬ কোটি টাকা মুল্যের সাপের বিষয় উদ্ধার হয়েছে। এসময় মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায় মঙ্গলবার ফেনীর কাশিমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার মোটর সাইকেলে থাকা মো. রাশেদ (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। ইকবালের কাছ থেকে কাঁচের কৌটাভর্তি দুই পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত বিষ বিশেষভাবে প্রক্রিয়াজাত করে শুকিয়ে পাউডার হিসেবে সংরক্ষণ করা হয়। সাথে একটি ম্যানুয়ালও পাওয়া যায় যেখানে কাঁচের পাত্রটি রক্ষণা-বেক্ষণের বিস্তারিত পদ্ধতি উল্লেখ আছে। ইকবাল হোসেন এ বিষ বিদেশ থেকে চোরাই পথে এনে দেশের বিভিন্ন অঞ্চলে অধিক মূল্যে বিক্রি করার কথা স্বীকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ