Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ভবনের একাংশে ধস, দগ্ধ ৭

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৪:২৮ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি দোতলা ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়িটির নিচতলার সামনের অংশ ধসে পড়ে আগুন ধরে অন্তত ৭ ব্যক্তি দগ্ধ হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার আশুলিয়ার কাঠগড়া এলাকার উত্তরপাড়া মহল্লার মো: ইমনের বাড়িতে এ বিস্ফোরনের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকাল আনুমানিক ৮ টার দিকে আমরা সদর দপ্তর থেকে খবর পাই আশুলিয়ার কাঠগড়া এলাকার ইমনের মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এঘটনায় ওই বাড়ির ভাড়াটিয়া ৭ ব্যক্তি আগুনে দগ্ধ হয়েছে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দগ্ধদের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় দোতলা বাড়িটির নীচ তলার সামনের অংশ ধসে পরেছে। এঅংশে চারটি কক্ষ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ