বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবীতে সিলেটে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। দেশের এই সংকটময় সময়ে কৃষকদের কথা বিবেচনা করে এ স্মারকলিপি প্রদান করা সিলেট জেলা প্রশাসকের কাছে। আজ ১২টায় এই স্মারকলিপি দেন সিলেটের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের দিন যাপন করছেন কৃষক এক চরম অনিশ্চয়তার মধ্যে। উৎপাদন খরচের মধ্যে ধানের বাজার মূল্যের ব্যবধান প্রতি মৌসুমেই কৃষকদের জন্য তৈরী করে এক নতুন সংকট। ধানের নায্য মূল্য না পাওয়ায় কৃষক জর্জরিত ঋণে। গত বছর ধান ক্ষেতে আগুন জ্বালিয়ে মনের ক্ষোভ প্রশমন করেছে কৃষকরা। চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট তৈরী হওয়ার আশংঙ্কা বিদ্যমান দেশে। ন্যায্যমূল্য না পেলে উৎপাদনে আগ্রহ হারালে দেশে দুর্ভিক্ষ তৈরী হবে। তাই মধ্যস্বত্ব ও সুবিধা ভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকারের নিকট দাবী জানান তারা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট জেলা শাখার আহবায়ক শহিদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, যুগ্ম আহবায়ক এম. জহরুল ইসলম মখর, মুক্তার আহমদ বকুল, সদস্য আমিনুর রহমান আলম, নুরুল আমিন নুরুল, আব্দুস সাত্তার লাভলু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।