Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৩:৩৮ পিএম

ময়মনসিংহের নান্দাইলে সোমবার (০৮ জুন) দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে বিদ্যুৎষ্পৃষ্টে দুইজন নারী-পুরুষের মৃত্যু ঘটেছে। জানাগেছে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর বাজারে রাতে অটোরিকশার ব্যাটারির চার্জ দিতে গিয়ে আমিনুল ইসলাম নামে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আমিনুল ইসলাম উক্ত ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের আঃ গফুরের পুত্র। অপরদিকে রাত ১২টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউপির চরকোমড়ভাঙা গ্রামে কনিকা সুলতানা নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কনিকা লোহিতপুর গ্রামের নৌবাহিনীর সদস্য তারেক মিয়ার স্ত্রী। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানান, পরিবার ও জনপ্রতিনিধিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও কোনধরনের অভিযোগ না থাকায় দুই জনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ