Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরেকটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনা পরিস্থিতির মধ্যেই ব্যাংকবহিভূর্ত আরেকটি আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির নাম স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গত রোববার সার্কুলারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম শুরুর চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে। লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংকে যখন আবেদন করা হয়েছিল, তখন আর্থিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আঞ্জুমান আরা শহীদের নাম উল্লেখ করা হয়। তিনি পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স) চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের স্ত্রী। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় এই প্রতিষ্ঠানটিকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত হয়।

দেশে কার্যত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স (নং-ডিএফআইএম(এল)/৪১ প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ