Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরতে পারছেন না সউদী প্রবাসী শিক্ষার্থীরা

দূতাবাসের চরম উদাসীনতা

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতির অভাবে সউদী আরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটিতে দেশে ফিরতে পারছেন না। সউদী আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে পাঁচ শতাধিক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চরম উদাসীনতা ও খামখেয়ালির কারণে দেশটিতে প্রবাসী শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটিতে দেশে ফেরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সউদীতে আটকে পড়া একাধিক ছাত্র এসব তথ্য জানিয়েছেন। রিয়াদস্থ বিশ্বের বিভিন্ন দেশের মিশনের রাষ্ট্রদূতরা করোনা মহামারীর মাঝেই এক মাস আগে নিজ নিজ দেশে বিশেষ ফ্লাইট অনুমতি সংগ্রহ করে তাদের ছাত্রদের নিয়ে গেছে। শুধু বাংলাদেশ দূতাবাসের যথাযথ উদ্যোগের অভাবে প্রবাসী ছাত্ররা দেশে ফিরতে পারছেন না।
জানা গেছে, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ’র একগুঁয়েমির কারণে বাংলাদেশি ছাত্রদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণের জন্য অনুমতি চেয়ে সিভিল এভিয়েশনে একটি লেটার তৈরি করার উদ্যোগ নিয়েও পাঠানো সম্ভব হয়নি। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে দফায় দফায় যোগাযোগ করেও দেশে ফেরার কোনো সহযোগিতা পাচ্ছেন না প্রবাসী ছাত্ররা। ফলে তাদের অভিভাবকরা চরম হতাশায় রয়েছেন। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর চার মাসের ছুটি গত রমজান থেকেই শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের ছুটিতে দেশে যাওয়ার ভিসা হস্তান্তর করেছে। শুধু সাউদিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বাংলাদেশে যাওয়া আসার অনুমতি না দেয়ায় কর্তৃপক্ষ ছাত্রদের বিনামূল্যের টিকিট সরবরাহ করতে পারছেন না। মদিনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসির সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। দূতাবাস থেকে শুধু আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরার পরামর্শ দেয়া হয়।
এদিকে, দূতাবাসের উদ্যোগের অভাবে বাংলাদেশি ছাত্ররা দেশটিতে আটকে পড়ায় হতবাক হয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার এ ব্যাপারে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মেহেদীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
গত ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে সউদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় ছাত্রদের একটি ফ্লাইট যোগে নিজ দেশে ফিরিয়ে নেয়া হয়। নির্ধারিত ছুটির সময়ে শিক্ষার্থীরা দেশে ফিরতে না পারলে পুনরায় তারা ছুটি শেষে সউদীতে ফিরতেও পারবেন না। আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে।
মদিনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. ফুয়াদ হাসান, ফয়সাল আহমাদ শাকিল, শামসুল আরেফীন বলেন, এ বছর শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ভিসাও দিয়েছে কিন্তু ঢাকা বিমানবন্দরে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমোদন না পাওয়ার কারণে দেশে ফিরতে পারছি না। যেকোনো উপায়ে দেশে ফিরতে চাচ্ছি। বর্তমানে প্রবাসে বেকার জীবন কাটানো খুবই কষ্টসাধ্য ব্যাপার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ