Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্ক ছাড়া তৈমুরকে নিয়ে বাহিরে গিয়ে বিতর্কে সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৮:৪৭ পিএম

লকডাউনের পঞ্চম পর্যায়ে ভারত সরকার অনেক ক্ষেত্রেই ছাড় দিয়েছে। প্রয়োজনের তাগিদে সীমিত আকারে ঘর থেকে মানুষ বের হচ্ছে। এরই মধ্যে শুধু ঘুরবেন বলে সম্প্রতি স্ত্রী কারিনা কাপুর খান ও ছেলে তৈমুর আলী খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে গিয়েছিলেন সাইফ আলী খান।

বলিউডের নবাব-বেগমের সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তারা। এই সময়ে মাস্ক না পড়েই সাইফ কেন বাহিরে এসেছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। আরেকজন তো ব্যঙ্গ করে বলেছেন, 'ওহ! সবকিছু স্বাভাবিক হয়ে গেল? ওদের জন্য ভারতে কোনও করোনা নেই। তাই মাস্কেরও প্রয়োজন নেই। কেউ তো ওদেকে সচেতন করুন।'

ছেলে তৈমুরকে নিয়ে সমুদ্রসৈকতে কাটানো মুহুর্তের ছবি ও ভিডিওর পাশাপাশি আরেকটি ক্লিপ ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, সাইফ-কারিনা দম্পতিকে উদ্দেশ্য করে সতর্ক করছেন পুলিশ সদস্য।

তাদের সঙ্গে তৈমুরকে দেখে পুলিশ বলেন, এই সময়ে ছোট বাচ্চাকে নিয়ে বাহিরে বের হবেন না। ওই পুলিশ কর্মীর সতর্কতা শুনে পাল্টা মন্তব্য করেন সাইফ আলী। তিনি বলেন, 'বাহিরে আনা যাবে না?' এমন প্রশ্ন করেই বাড়ির দিকে পা বাড়ান এই তারকা দম্পতি।

দেখুন সেই ভিডিও



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ