Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপা মহাসচিব রাঙ্গার মেয়ের গাড়ির ধাক্কায় ৪ জন আহত, ২ জনের অবস্থা সংকটাপন্ন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৮:০৬ পিএম

রংপুর নগরীর গুঞ্জণ মোড় এলাকায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙার মেয়ে মালিহা তাসলিম জুঁই এর প্রাইভেট কারের চাপায় এক অটোরিকশার চালক ও মোটরসাইকেলের চালক ও আরোহীসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে অটো চালকের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার রাত দশটার দিকে নগরীর গুঞ্জন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আহতরা হলেন, বৈরাগীপাড়ার নিবারমের পুত্র অটোচালক বিশু, সাথমাথার ফজলে করিমের পুত্র লিমন (২১), ও কামাল কাছনার সাহাবুদ্দিনের পুত্র আলাউদ্দিন (৩৮)।
পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,৭ জুন রোবাবার রাত সাড়ে ১০টার দিকে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙার মেয়ে মালিহা তাসলিম জুঁই নেভি ব্লু কালারের একটি প্রাইভেট কার চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রনণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও মোটর সাইকেলটি দুরে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। গুরুত্বর আহত হয় অটো চালকসহ মোটরসাইকেলের তিনজন আরোহী । ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠায়। বিক্ষূব্ধ এলাকাবাসী প্রাইভেট কারটি ঘেরাও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে রাঙ্গার লোকজন গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অটো চালকসহ ২ জনের অবস্থা সংকটাপন্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ