Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মতলবে ওএমএস চাল চুরি করে বিক্রি, ডিলারসহ ২ জনকে জরিমানা

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৭:৫২ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল চুরি করে বিক্রি করা হয়েছে। সোমবার (৮মে) মতলব পৌরসভার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপরাধে ডিলার জাহাঙ্গীর সরকার ও তার সহযোগী মাকসুদ পাটোয়ারীকে এক লক্ষ করে টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে বিচারক ইউএনও ফাহমিদা হক এই অর্থদ- দেন।
জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল ওই ডিলার ও তার সহযোগী চুরি করে বাজারের তিন জন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঐ ৩ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি থেকে চাল ও নগদ ৬০০০ টাকা জব্দ করেন। পরে এই তিন ব্যবসায়ীর স্বীকারোক্তি মতে ওই ডিলার ও তার সহযোগীর চাল বিক্রির বিষয়টি বেরিয়ে আসে।
সূত্রটি জানায়, জাহাঙ্গীর সরকার মতলব বাজারের (১,২,৩নং ওয়ার্ড) সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির( ওএমএস) ১০ টাকা কেজি দরে চালের অনুমোদিত ডিলার। সোমবার সকালে তিনি ও তার সহযোগী প্রকৃত কার্ডধারীদের বাদ দিয়ে চুরি করে বাজারের মুদি ব্যবসায়ী ও দুই ফার্ণিচার ব্যবসায়ীর কাছে এ চাল বিক্রি করেন।
মুদি ব্যবসায়ী জামাল হোসেন ও ২ ফার্নিচার ব্যবসায়ী আলী আক্কাস ও নবীর হোসেন এর নিকট ১০০ কেজি করে ৩০০ কেজি চাল বিক্রি করেন। ক্রেতা জামাল হোসেন সেই চাল মুদি দোকানে আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখেন। অপর ফার্নিচার ব্যবসায়ী নবীর ও আলী আক্কাস নিজেরা খাওয়ার জন্য নিজেদের দোকানেই রাখেন। এই খবর পেয়ে আজ দুপুরে মতলব বাজারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওই তিন ক্রেতার দোকানে ও বাড়ি থেকে চোরাইকৃত চাল হাতেনাতে জব্দ করা হয়।
ক্রয় করা চালের ৩ ব্যবসায়ী বলেন, আমরা জানতাম না এ চালগুলো সরকারি চাল। চালের ব্যবসায়ী হিসেবে চিনি বলেই তাদের কাছ থেকে চাল ক্রয় করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করার দায়ে ডিলার জাহাঙ্গীর সরকার ও তার সহযোগী মাকসুদ পাটোয়ারীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ডিলারশিপ বাতিল করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ