Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে খাদ্যগুদামে অনিয়ম: বিশেষ ক্ষমতা আইনে মামলা হলেও গ্রেফতার হয়নি আসামিরা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৭:২৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী সরকারি খাদ্যগুদামে চাল প্রবেশ করানোর ঘটনায় চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হলেও পুলিশ গত আট দিনে কাউকেও গ্রেফতার করতে পারেনি। ফলে সরকারের সাথে চুক্তি করা চালকলের মালিকরা উদ্বেগ জানিয়েছেন। চাল সিন্ডিকেটের চক্রের স্থানীয় সদস্যরা ধরা পড়লে তাঁদের চাল সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে অনেক তথ্য জানা যেত।
জানা যায়, সরকারের চলমান আভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আড়ালে স্থানীয় চাল ব্যবসায়ী সিন্ডিকেটের তিন সদস্য গত ২৪ মে ৭৯ বস্তা পুরাতন চাল খাদ্যগুদামে প্রবেশ করান। এসব চাল আঠারবাড়ি ইউনিয়নের ফরিদা রাইস মিলের বলে জানানো হয়। ওই চালকলের সাথে সরকারের চাল সরাবরাহের চুক্তি রয়েছে। শ্রমিকরা জানায় তাঁরা খাদ্যগুদামের উপ-খাদ্য পরিদর্শক মো. আশরাফ আলীর নির্দেশে চালের বস্তাগুলো গুদামের ভেতরে নিয়ে যান।
এদিকে গত ২৬ মে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন আকষ্মিকভাবে খাদ্যগুদাম পরিদর্শন করেন। তিনি এক নম্বর গুদাম ভবনে প্রবেশ করে সরকারি সিলবিহীন বস্তায় ভরা ৭৯ বস্তা চাল দেখতে পান। এসব চালের বস্তার সাথে সরকারি গুদামের রাখা বস্তার খামালের কোনো মিল ছিল না। তিনি চালের বস্তাগুলো ওজন করে ৩.৯৫০ মেট্রিক টন চাল পান। পরে ওই চালসহ এক নম্বর গুদামটি সিলগালা করে বিষয়টি খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে খাদ্যবিভাগের উর্ধ্বতন কর্মকর্তরা আঠারবাড়ি খাদ্যগুদাম পরিদর্শন করেন।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩০মে চারজনকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম কামরুজ্জামান। অভিযুক্তরা হচ্ছেন আঠারবাড়ি খাদ্যগুদামের উপখাদ্য পরিদর্শক মো. আশরাফ আলী, গলকু-া গ্রামের চাল ব্যবসায়ী মিলন মিয়া, ফরিদা চালকলের মালিক উত্তর বনগাঁও গ্রামের আবু বক্কর সিদ্দিক ও নান্দাইল উপজেলার গাংগাইল গ্রামের চাল ব্যবসায়ী মতিউর রহমান মতি।
অভিযুক্তরা গ্রেফতার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, মামলা হওয়ার খবর পেয়ে খাদ্য কর্মকর্তা আশরাফ আলীসহ আসামীরা গা-ঢাকা দিয়েছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ