বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত সিলেটে। মহামারী করোনা ভাইরাসটি যেন এই সিলেটে কেবল ব্যাপকতা নিয়ে অগ্নিরূপ ধারন করেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৫ শ’। এছাড়াও প্রতিদিন ঘটছে একাধিক মৃত্যু। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৬৯ জন আক্রান্ত হয়েছেন করোনায় । এর মধ্যে ৩৫ জন সিলেটের ও সুনামগঞ্জের ৩৪ জন । রোববার (৭ জুন) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষায় এ করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে৬৯ জনের শরীরে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ১৫৪৬জন। এর মধ্যে সিলেট ৮৮২, সুনামগঞ্জে ৩০৪, মৌলভীবাজার ১৫২ ও হবিগঞ্জে ২০৮ জন। বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৭৬ জন। এর মধ্যে সিলেটে ৫৫, হবিগঞ্জে ২৩, মৌলভীবাজারে ৫ ও সুনামগঞ্জে ৯৩,জন। এদিকে, বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ১২ জন বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেটে ৬, হবিগঞ্জে ৫ ও সুনামগঞ্জে ১ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮৭ জন। এর মধ্যে সিলেটে ১১৫, সুনামগঞ্জে ৮১, মৌলভীবাজারে ৬২ ও হবিগঞ্জে ১২৯ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১৩৫৪৬ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে এবং ১২০৬১ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে ১৪৮৫ জন অবস্থান করছেন হোম কোয়ারেন্টিনে । এর মধ্যে সিলেটে ৬৬৫, মৌলভীবাজারে ৩৪৭, সুনামগঞ্জে ৩৫৪ ও হবিগঞ্জে ১১৯ জন।
এ পর্যন্তবিভাগের ২৫৩ জন হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন। এর মধ্যে সিলেটে ৭৯, মৌলভীবাজারে ২২, সুনামগঞ্জে ৩২ ও হবিগঞ্জে ১২০ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেটে মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ৩৫ জন। এর মধ্যে সিলেট ২৬, মৌলভীবাজারে ৪, হবিগঞ্জে ২ ও সুনামগঞ্জে ৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।