Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে করোনা ছড়ানোর শঙ্কা

নিয়মের তোয়াক্কা নেই

হিলি (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ১২:০১ এএম

ট্রেনযোগে ভারত থেকে হিলিতে আমদানি হচ্ছে পেঁয়াজ। আর সামাজিক দূরত্ব ও মাস্ক ছাড়াই শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা করছে পেঁয়াজ লোড আনলোড। নিয়মের তোয়াক্কা করছেন না কেউই। হিলি বন্দরের রাস্তা-ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর কারণে বাড়ছে যানজট। এতে প্রাণঘাতী করোনা ছড়ার আতঙ্কে হিলি বন্দরবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হিলি রেলস্টেশনে মালবাহী ট্রেন থেকে শ্রমিকরা পেঁয়াজ আনলোড করে দেশি ট্রাকে লোড করছে। তাদের মধ্যে সামাজিক দূরত্বের বালাই নেই। মুখে নেই কোন সুরক্ষিত মাস্ক। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো যানজটের সৃষ্টি করছে। ট্রাকের ড্রাইভার বা হেলপারের মুখে নেই কোন মাস্ক। স্থানীয় লোকজন এবং ছোট যানবাহনসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো পড়ছে যানজটে। পেঁয়াজ লোড করে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। হিলি রেলস্টেশনের আশপাশের রাস্তাগুলোর বেহালদশা। রাস্তার পাশের ড্রেনগুলো ট্রাকের চাপে ভেঙে পড়েছে।

হিলি বন্দরের ব্যবসায়ী কবির হোসেন বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে এই ট্রাকগুলো। সাথে আসছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। এলাকাবাসীদের অভিযোগ, অন্য জেলা থেকে আসা ট্রাক বা ব্যবসায়ীরা করোনা নিয়ে হিলিতে প্রবেশ করছেন। টাকা ও ক্ষমতার দাপটে তারা কোন সামাজিক দূরত্ব ও আইন মানছে না। প্রশাসনও তাদের ভয়ে কিছু বলছে না।

এলাকাবাসী আনোয়ার হোসেন জানান, আমরা হিলিবাসী করোনা থেকে নিরাপদে থাকতে চাই। ট্রেনযোগে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে। শ্রমিকরা কোন সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহার করছে না। আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে এই ভারি ওজনের ট্রাকগুলো যাতায়াত করছে। এতে করে রাস্তাসহ ড্রেনগুলো ভেঙে পড়ছে। যানজটের কারণে চলাফেরা করতে অসুবিধায় পড়তে হচ্ছে। হিলিতে একজন পথচারী কিংবা ছোট দোকানদার সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হচ্ছে কিন্তু এ ব্যপারে প্রশাসন নীরব ভ‚মিকা পালন করছে।

জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বলেন, হিলিতে ট্রেনের ওয়াগনের মাধ্যমে পেঁয়াজ লোড-আনলোড হচ্ছে তিনি অবগত নয়। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ