Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট ট্যাক্সে ছাড় চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৯:২৮ পিএম

আসন্ন অর্থবছরের বাজেটে কর্মসংস্থান, অর্থ প্রবাহ ও বিনিয়োগনীতির পাশাপাশি তিন বছরের পরিকল্পনা মাথায় রেখে ২৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স বাস্তবায়নে মত দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (৬ জুন) রাতে বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইনের আয়োজনে বাজেট পূর্ব আলোচনা সভায় মন্ত্রী, অর্থনীতিবিদের অংশগ্রহনে আলোচনায় ব্যবসায়ীদের এমন দাবি আসে।

সাংবাদিক চয়ন রহমানের উপস্থাপনায় চ্যানেল নাইনের এই বাজেট পূর্ববর্তী মেগা শো “আমাদের বাজেট” অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এছাড়াও আসন্ন ২০২০-২১ অর্থ বছরের বাজেট এর রূপরেখা শীর্ষক এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক’র চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ. বি. মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ব ব্যাংক এর লিড ইকোনমিস্ট, ড. জাহিদ হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বিআইডিএস’র মহাপরিচালক কে এ এস মুর্শিদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এছাড়াও ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিএমএ’র সাবেক সভাপতি প্রফেসর ডা. রশিদ ই মাহবুব।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক ডলার প্রতি অতিরিক্ত পাঁচ টাকা দেয়ার প্রস্তাব জানিয়ে তিনি প্রতি মাসে রিটার্ন দাখিলের বিধান বাতিলের আহবান জানান। এছাড়াও এ খাতে সহজ শর্তে ঋণ দেয়ার বিধান আসছে বাজেটে অর্ন্তভুক্তির দাবি জানান।

আলোচনায় অংশ নিয়ে অর্থনীতবীদরা স্বাস্থ্যখাতে অধিক গুরুত্ব দেয়ার পাশাপাশি নগরের নতুন দরিদ্রদের সামাজিক নিরাপত্তা খাতে অর্ন্তভুক্তির আহবান জানান।

কেন্দ্রীয় ব্যাংকের দু’জন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ব্যাংকিং খাতের উপর সরকারের নির্ভরশীলতা কমিয়ে সৃষ্টিশীল খাতের উপর জোর দেয়ার তাগিদ জানিয়েছেন।

আলোচনায় বিনিয়োগের ট্রেন ধরতে বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বহুমুখী কৃষিপণ্য রপ্তানীর উপর জোর দেয়া হবে বলে জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী তৃণমূলে স্বাস্থ্যসেবা সম্পসারণসহ বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ জোর দেয়ার কথা বলেছেন।

শিল্পের কাঁচামালে কর রোহিত, অগ্রিম আয়কর-এআইটি ৩ ভাগে আনা, ব্যংক লোনের সুদ সহজীকরণ করার উপর জোর দিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রণোদনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ