Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৩০ ব্যবসায়ীকে জরিমানা ওষুধ জব্দ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাকালে মানুষকে জিম্মি করে জীবন রক্ষাকারী ওষুধের কৃত্রিম সঙ্কট তৈরীর করে দাম কয়েকগুণ বাড়িয়ে দেওয়ায় চট্টগ্রামে অসাধুচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। গতকাল রোববার ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩০ জন ব্যবসায়ীকে ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৫ লাখ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী।

চট্টগ্রাম জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার, মো. ওমর ফারুক, গালিব চৌধুরী এবং এস এম আলমগীর এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযান শেষে নির্বাহী মো. ওমর ফারুক ইনকিলাবকে বলেন, অতিরিক্ত দামে ওষুধ বিক্রিসহ নানা অপরাধে ৩০ জনকে জরিমানা করা হয়েছে। ১৫ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে। বেশ কয়েক জনকে সর্তক করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ওষুধের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। এই সুযোগে ফার্মেসিগুলোতে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে। র‌্যাবের অভিযানে তিন ব্যবসায়ী গ্রেফতারও হয়েছেন।

৩ জন গ্রেফতার
এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে গতকাল হাজারি গলিতে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলেন মো. আশরাফ (২৮), অনিক ধর (১৮) ও মো. আকবর হোসেন (১৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ