বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলায় স্যাপ্টি ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকেলে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামে। নিহত শ্রমিকরা হলেন-কুরচাই গ্রামের সিরাজ উদ্দিন মাষ্টারের ছেলে হিমেল(২৩) ও আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন(২৫)।এসময় নিহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আলতাফ(২৫)মামুন(২১) ও আবু তাহের(২৭) নামে আরও তিন নির্মণ শ্রমিক।তাদেরকে পাশ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত নির্মাণ শ্রমিকরা কুরচাই গ্রামের আবুল কাদিরের বাসায় স্যাপ্টি ট্যাংকিতে কাজ করছিল।ট্যাংকিতে কাঠ ও বাঁশের পাটাতন সরা গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন খানা সত্যতা স্বীকার করে বলেন,নিহত দুই জনই স্থানীয় নির্মান শ্রমিক।ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।পাগলা থানার এসআই জিলকত হোসেন জানান,স্যাপ্টি ট্যাংকিতে কাজ করতে গিয়ে আহত হয়ে দ্ইু জন শ্রমিক শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।