প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের লাস্যময়ী সুন্দরী মাধুরী দীক্ষিত। দেখতে দেখতে জীবনের ৫১টি বসন্ত পার করলেন তিনি। তার নতুন সিনেমার জন্য ভক্তরা এখনও মুখিয়ে থাকেন। কিন্তু তার পছন্দের তালিকায় রয়েছেন আরেক বলি সুন্দরী! সম্প্রতি এমনটিই জানালেন 'ধক ধক গার্ল' খ্যাত এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ শোতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তাকে এক ভক্ত জিজ্ঞেস করেন, এই প্রজন্মের কোন অভিনেত্রীকে তিনি ফুল মার্কস দিতে চান। এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দীপিকা পাড়ুকোনকে।
তার কারণও ভক্তদের জানিয়েছেন মাধুরী, দীপিকা যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রের একদম ভেতরে ঢুকে যায় সে। পাশাপাশি সম্প্রতি যে চরিত্রগুলোতে সে অভিনয় করেছেন সেগুলো সবই 'লার্জার দ্যান লাইফ'।
মাধুরী আরও বলেন, সাধারণত চ্যালেঞ্জিং চরিত্রে বেশি কাজ করেন দীপিকা। তাই অন্য সবার থেকে সে বেশিই আলাদা। অন্যদিকে দীপিকাও যে মাধুরীর ভক্ত সে কথাও জানিয়েছেন তিনি। স্বভাবতই আইডলের মুখে নিজের প্রশংসা শুনে আপ্লুত দীপিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।