Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নওগাঁয় নতুন করে ১৩ জন করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৯

মৃতের সংখ্যা ২ জন, কোয়ারাইনটেনে ১০৮২জন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৪:৪২ পিএম

নওগাঁয় নতুন করে ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৯১। মারা গেছেন ২ জন। আজ রবিবার সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে নমুনা রিপোর্ট আসে। সেই রিপোর্টে ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৬জন, রানীনগরে ৫ জন, আত্রাইয়ে ১জন এবং মান্দায় ১জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। তাদের সকলের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত রোগিরা বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৮২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩ হাজার ২৪০ জনের রিপোর্ট এসেছে। ্এর মধ্যে ১৫৯ জনের করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১০৮২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ