Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদের ইত্যাদির পুনঃপ্রচার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১১:০৯ এএম

প্রতি ঈদেই গ্যালারী উপচে পড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। তবে করোনার কারণে এবার তা করতে পারেননি। পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। তবে ঈদের ইত্যাদিতে ঐতিহ্যবাহী যে দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে দর্শকরা নিরাশ হননি। কারণ এবারের ইত্যাদির এই বিশেষ ঈদ পর্ব ইতোপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির পর্ব সংকলন করে সম্পাদনার টেবিলে সাজানো হয়েছে। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন এবারের ইত্যাদির বিশেষ বিশেষ সব পর্ব। অত্যন্ত উপভোগ্য একটি ইত্যাদি উপহার পেয়ে দর্শকরা যে খুশী হয়েছেন, তার বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসায়। ঈদের ইত্যাদি এরই মধ্যে দর্শক রায়ে ঈদের সেরা অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ আজ রবিবার রাত ৮টার বাংলা সংবাদের পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ