বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের রেড জোনে গতকাল থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। গত শুক্রবার রাত ১২ টা থেকে আগামী ২০ জুন রাত ১২ টা পর্যন্ত চলবে এই লকডাউন। এর আগে কক্সবাজার পৌরসভার ১২ ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় প্রশাসন কক্সবাজার শহরকে রেড জোন ঘোষণা করে এই কড়া লকডাউনের আয়োজন করে।
এই সময়ে প্রয়োজনীয় যানবাহন চলাচল, ঔষধের দোকান খোলা থাকবে এবং সপ্তাহে দুই দিন কাঁচাবাজার খোলা থাকবে সকাল ১০টা থেকে ৪টা। এছাড়া কোন লোকজন একান্ত জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশনায়। ১৪ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।