Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু!

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ৭:৫৯ পিএম

সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ইমন আহমদ (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বালাগঞ্জ সদর ইউনিয়নের চক পীরপুর গ্রামে আনহার মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইমন বাড়ির পাশ্ববর্তী এলাকায় মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে নেয়ার পর চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমন স্থানীয় বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। চার ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল।
এব্যাপারে বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় অপমৃত্যু নেয়া হয়েছে এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ