Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় কাঁঠাল খেয়ে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ১ জন নিহত ৪ জন অসুস্থ্য

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ৪:৪০ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে কাঁঠাল খেয়ে ৫ জুন গভীর রাতে ডাইরিয়ার আক্রান্ত হয়ে ৩ সন্তানের জননী মারা যায়। ডাইরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয় একই পরিবারের ৪ জন। জানাগেছে টাটেরা গ্রামের গ্রাম পুলিশ আলী মিয়ার ছেলে মোঃ শাহজাহান ৪ জুন বিকালে ব্রাহ্মনপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে ২শ টাকা দিয়ে একটি কাঁঠাল ক্রয় করে বাড়ীতে নিয়ে আসে। একই দিন রাতে পরিবারের সকলে মিলে কাঠাল খেয়ে সকলে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে পাতলা পায়খানা ও বমি করতে থাকে। টাটেরা গ্রামের গ্রাম পুলিশ আলী মিয়া জানান ৫ জুন রাত থেকে আমার ছেলে শাহজাহানের স্ত্রী সুমি আক্তার (৩০) বারবার পাতলা পায়খানা ও বমি করতে থাকে এক পর্যায়ে রাত ১১টা ৪৫ মিনিটের সময় সে মারা যায়। একই সময় ডাইরিয়ায় আক্রান্ত হয়ে গুরুত্ব অসুস্থ্য হয় টাটেরা গ্রামের আলী মিয়ার ছেলে শাহ জাহান (৩৫) তার ছেলে রিফাত (১৫) মেয়ে সুবর্না (১৩) ছেলে ইয়াছিন (৯) ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ৬ জুন থেকে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। ডাইরীয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সুমি আক্তারকে ৬ জুন সকালে টাটেরা ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে টাটেরা ওয়াককফা কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ