বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরে অপহরণের ১০ ঘণ্টা পর শাহরিয়ার আহাম্মেদ কাজল নামে প্রথম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই স্কুল ছাত্রের মামাতো বোন আরিফা সুলতানা তৃপ্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বেলা ২টার দিকে শহরের বাগরাকসা ভাড়াকৃত বাড়ী থেকে অপহৃত হওয়ার পর রাত ১১টায় শহরের চকপাঠক মহল্লার একটি বাসা থেকে শিশুটি উদ্ধার হয় ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহফুজুর রহমান, দোকানে নিয়ে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে মামাতো বোন অর্নাস পড়ুয়া তৃপ্তি কাজলকে অপহরণ ১ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে । পরে ছেলেটির বাবা শাহ আলম সদর থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তৃপ্তিকে গ্রেফতার করে এবং তারা দেয়া স্বীকারোক্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ পরে আটক তৃপ্তির বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।